জননিরাপত্তা নিশ্চিতকরণ, সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিআরটিএ নির্ধারিত বাসভাড়ার অতিরিক্ত আদায় রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
আজ শনিবার (৩১ মে) বিআরটিএর সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর অলঙ্কার মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস এবং সাদমান সহিদ।
অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারাসমূহ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনাসহ বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে মোট ৩টি মামলায় ২ হাজার একশ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একইসঙ্গে ঈদুল আযহা সামনে রেখে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তদারকি করা হয় অলঙ্কার মোড় বাসস্ট্যান্ড এলাকায়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে- নগরবাসীর নিরাপত্তা, যাত্রীসাধারণের ন্যায্য ভাড়া নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ