চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ছাত্রশিবিরের ওপর ছাত্রদলের হামলা, আহত ৪ শিবিরকর্মী
শিবিরের ওপর ছাত্রদলের হামলা

চট্টগ্রামে ছাত্রশিবিরের ওপর ছাত্রদলের হামলা, আহত ৪ শিবিরকর্মী

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২৫ | ৭:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রশিবিরের ওপর হামলা চালায় ছাত্রদল। এতে শিবিরের অন্তত ৪ জন কর্মী আহত হয়েছেন।

 

শনিবার (৩১ মে) সকালে কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, শিবিরের মহানগর দক্ষিণ কলেজ শাখার সম্পাদক মোজাহেরুল ইসলাম, কামরুজ্জামান জীবন ও আব্দুল হাদী রাহি।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কলেজের সামনে একটি হেল্প ডেস্ক স্থাপন করেছিল ছাত্রশিবির। সেখানে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের বসে বিশ্রাম নেওয়া, পানি পান ও তথ্য জানার ব্যবস্থা ছিল।

 

শিবিরের দাবি, সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রদলের কিছু কর্মী এসে হেল্প ডেস্ক চালানো যাবে না বলে হুঁশিয়ারি দেয়। কিন্তু শিবিরের কর্মীরা কার্যক্রম চালিয়ে যেতে থাকলে ছাত্রদল আকস্মিক হামলা চালায়। এতে ৪ জন আহত হন।

 

শিবির মহানগর দক্ষিণের সভাপতি মো. ইব্রাহিম রনি বলেন, আমরা কোনো রাজনৈতিক প্রচার করিনি। কেবল ভর্তি পরীক্ষার্থীদের সাহায্য করছিলাম। আমাদের ভাইদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের বিচার চাই।

 

তবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, আগে-পরে দাঁড়ানো নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়েছে। পরে দুই সংগঠনের কর্মীরাই একসঙ্গে কাজ করেছে। হামলার অভিযোগ সঠিক নয়।

 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. বিধান আবিদ বলেন, হালকা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ উপস্থিত থাকায় বড় কোনো সংঘর্ষে রূপ নেয়নি। পরিস্থিতি এখন শান্ত।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট