চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

সর্বশেষ:

ঢাকাগামী ৪ ফ্লাইট বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে অবতরণ
ফাইল ছবি

ঢাকাগামী ৪ ফ্লাইট বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে অবতরণ

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২৫ | ৬:৩২ অপরাহ্ণ

বৈরী আবহাওয়ার কারণে আজ শনিবার (৩১ মে) বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ঢাকাগামী চারটি ফ্লাইট। ঢাকার আকাশে ঝড়ো হাওয়া ও খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটগুলো বিকল্প হিসেবে চট্টগ্রামে অবতরণ করতে বাধ্য হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টা ৩৩ মিনিটে শারজাহ থেকে ঢাকাগামী এয়ার আরাবিয়ার ফ্লাইট ৫১৪ (এয়ারবাস-৩২১) চট্টগ্রামে অবতরণ করে। এর আগে ৪টা ৩২ মিনিটে কক্সবাজার থেকে ঢাকাগামী এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট-৪৪৬ চট্টগ্রামে নামে।

পরে বিকেল ৪টা ৪৭ মিনিটে রাজশাহী থেকে ঢাকাগামী ইউএস-বাংলার ফ্লাইট বিএস-১৬৪ (এটিআর-৭৬) এবং ৫টা ১৫ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকাগামী ইউএস-বাংলার আরেকটি ফ্লাইট বিএস-১৮৮ (এটিআর-৭৬) শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়া কাটলে সংশ্লিষ্ট ফ্লাইটগুলো পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট