চট্টগ্রামের তারকা হোটেল দ্য পেনিনসুলা চিটাগাং-এ শুরু হয়েছে “দ্য ওরিয়েন্টাল স্প্রেড – ফার ইস্টার্ন ফুড ফেস্টিভ্যাল”।
বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় পেনিনসুলার লেগুনা রেস্টুরেন্টে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিদেশী স্বাদের বৈচিত্রময় সব খাবারের আয়োজন নিয়ে এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।
ফেস্টিভ্যালটি উদ্বোধন করেন পেনিনসুলা চিটাগাংয়ের জেনারেল ম্যানেজার সুমেধা গুণাবর্ধন। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেস্টিভ্যালে জাপান, চীন, তাইওয়ান, মঙ্গোলিয়াসহ পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সিগনেচার খাবারগুলির বড় আয়োজন রাখা হয়েছে প্রায় একশ মেনুর বুফে ডিনার আয়োজনে।
খাবারের তালিকায় মুখরোচক স্টার্টার এবং বৈচিত্রময় স্বাদের মেইন ডিশের পাশাপাশি নানা ধরনের ফলমূল, মিষ্টিসহ ওইসব দেশের রন্ধনসম্পর্কীয় ঐতিহ্যকে তুলে ধরবে পেনিনসুলা। এর মাধ্যমে খাদ্য উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক সমৃদ্ধি এবং ঋতুর বৈচিত্রকেও উপস্থাপন করবে বিশেষায়িত এই ফুড ফেস্টিভ্যাল। জনপ্রতি ৩৫০০ টাকায় এবং নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীরা বাই ওয়ান গেট ৩, ৪৫০০ এবং বাই ওয়ান গেট ওয়ান ৩৫০০ টাকায় ফ্রি অফার গ্রহন করতে পারবেন। বুকিং অথবা আরও তথ্যের জন্য ০১৭৫৫৫৫৪৫৭৯ নম্বরে।
পূর্বকোণ/ইবনুর