বন্দরনগরী চট্টগ্রামের তারকা হোটেল দ্য পেনিনসুলা চিটাগাংয়ে শুরু হয়েছে “দ্য ওরিয়েন্টাল স্প্রেড- ফার ইস্টার্ন ফুড ফেস্টিভ্যাল “। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় পেনিনসুলার লেগুনা রেস্টুরেন্টে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিদেশি স্বাদের বৈচিত্রময় সব খাবারের আয়োজন নিয়ে এই ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পেনিনসুলা চিটাগাংয়ের জেনারেল ম্যানেজার সুমেধা গুণাবর্ধন। এই সময় বিভিন্ন বিভাগীয় প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পেনিনসুলা সব সময়ই দেশি-বিদেশি অতিথিদের বিভিন্ন দেশের বৈচিত্রময় এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয়েছে “দ্য ওরিয়েন্টাল স্প্রেড – ফার ইস্টার্ন ফুড ফেস্টিভ্যাল”। এই ফেস্টিভ্যালে জাপান, চীন, তাইওয়ান, মঙ্গোলিয়াসহ পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সিগনেচার খাবারগুলির বড় আয়োজন রাখা হয়েছে প্রায় ১০০+ মেনুর বুফে ডিনার আয়োজনে।
খাবারের তালিকায় মুখরোচক স্টার্টার এবং বৈচিত্রময় স্বাদের মেইন ডিশের পাশাপাশি নানা ধরনের ফলমূল, মিষ্টিসহ ওইসব দেশের রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যকে তুলে ধরবে পেনিনসুলা। এর মাধ্যমে খাদ্য উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক সমৃদ্ধি এবং ঋতুর বৈচিত্রকেও উপস্থাপন করবে বিশেষায়িত এই ফুড ফেস্টিভ্যাল।
পেনিনসুলার লেবেল-৫ এর লেগুনা রেস্টুরেন্ট মাত্র জনপ্রতি ৩৫০০ টাকায় এবং নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীরা বাই ওয়ান গেট ৩৪৫০০ এবং বাই ওয়ান গেট ওয়ান ৩৫০০ টাকায় ফ্রি অফার গ্রহণ করতে পারবেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ