চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

যান্ত্রিক কাঠের নৌকায় সাউন্ড সিস্টেম স্থাপনে সুফল পাচ্ছেন জেলেরা
নেভি কনভেনশন সেন্টারে ফিশিং ভেসেল স্কিপারদের সেমিনার

নেভি কনভেনশন সেন্টারে ফিশিং ভেসেল স্কিপারদের সেমিনারে বক্তারা

যান্ত্রিক কাঠের নৌকায় সাউন্ড সিস্টেম স্থাপনে সুফল পাচ্ছেন জেলেরা

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২৫ | ৮:১৪ অপরাহ্ণ

‘যান্ত্রিক কাঠের নৌকায় আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের ফলে জেলেরা উল্লেখযোগ্য সুফল পাচ্ছেন।’ দেশের সামুদ্রিক মৎস্যখাতকে আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে সেলেস্টিয়াল টেক লিমিটেড আয়োজিত ‘ফিশিং ভেসেল স্কিপারস’ সেমিনার ২০২৫-এ বক্তারা এ মন্তব্য করেন।

গতকাল বৃহস্পতিবার নগরীর নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আবদুস সাত্তার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন ফিশারিজ এসোসিয়েশনের প্রেসিডেন্ট এনাম আহমেদ চৌধুরী। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, বিটিআরসি, বিটিসিএল, বিএসসিএল এবং দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে সারাদেশ থেকে আসা শতাধিক ফিশিং ভেসেলের স্কিপার ও মেরিন ইঞ্জিনিয়ার অংশগ্রহণ করেন।

সেমিনারে সেলেস্টিয়াল টেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহিন কবির জানান, ২০২১ সালে প্রতিষ্ঠানটি তাদের মেরিন ফিশারিজ বিভাগ চালু করে এবং ইতোমধ্যে ১০০টি যান্ত্রিক কাঠের নৌকায় ইকো সাউন্ডার ও ভিএইচএফ কমিউনিকেশন সিস্টেম স্থাপন করেছে, যা জেলেদের জন্য উল্লেখযোগ্য সুফল বয়ে এনেছে। ভবিষ্যতে বাংলাদেশের মৎস্যজীবীরা আন্তর্জাতিক জলসীমায় নিরাপদে মাছ ধরতে পারবে এবং দেশীয় মাছ রপ্তানির মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

‘ফিশিং ভেসেল স্কিপারস’ সেমিনারে প্রযুক্তি প্রদর্শনীতে উঠে আসে স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক ভেসেল মনিটরিং, গারমিনের সি-স্টার ফিশারিজ তথ্যসেবা এবং ওশানবাইটসের ওশান ফিশম্যাপ, মারপোর্ট, সনিক কর্পোরেশন এন্ড সেলেকমারের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান আধুনিক ফিশিং সোনার, নেট সেন্সর ও অটো-ট্রলিং প্রযুক্তি প্রদর্শন করে।

সমাপনী বক্তব্যে সেলেস্টিয়াল টেক লিমিটেডের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) ইকরাম হোসেন মাঠপর্যায়ের মৎস্যজীবীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রশিক্ষণ ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজক প্রতিষ্ঠান সেলেস্টিয়াল টেক লিমিটেড জানায়, দেশের সামুদ্রিক মৎস্যখাতকে আধুনিক ও টেকসই করতে তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট