চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

জুয়া খেলার সরঞ্জামসহ চট্টগ্রামে গ্রেপ্তার ১৭
ছবি: সংগৃহীত

জুয়া খেলার সরঞ্জামসহ চট্টগ্রামে গ্রেপ্তার ১৭

অনলাইন ডেক্স

৩০ মে, ২০২৫ | ২:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের চান্দগাঁওয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মে) রাত ১২টা ২০ মিনিটে বহদ্দারহাট বাসটার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে দুই বান্ডিল তাস ও জুয়া খেলার নগদ ১ হাজার ২৯৫ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বহদ্দারহাট বাসটার্মিনাল এলাকায় বিভিন্ন স্থানে গোপনে জুয়ার আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন পেশাদার গাড়িচালক ও খেটে খাওয়া মানুষও রয়েছেন, যাদের বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের অভিযোগ ছিল।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, অপরাধ নির্মূলে আমাদের নিয়মিত অভিযান চলবে। জনসাধারণের সহায়তায় এলাকাকে নিরাপদ রাখতে পুলিশ বদ্ধপরিকর।

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট