চট্টগ্রাম শনিবার, ১৪ জুন, ২০২৫

সর্বশেষ:

ঢাকাগামী ৪ ফ্লাইট বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে অবতরণ
ফাইল ছবি

বৈরী আবহাওয়া: চট্টগ্রামে না নেমে ঢাকায় ফিরে গেল ফ্লাইট

অনলাইন ডেস্ক

৩০ মে, ২০২৫ | ১:৫২ অপরাহ্ণ

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টা ৪৪ মিনিটে ঢাকায় ফেরত যায়। যার ফলে যাত্রায় কয়েক ঘণ্টার বিলম্ব ঘটে।

বিজি১৪৭ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা) থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। তবে চট্টগ্রামে খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, ‘চট্টগ্রামে অনুকূল আবহাওয়া না থাকায় নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি ঢাকায় ফেরত পাঠানো হয়।’

রাত কাটিয়ে ফ্লাইটটি সকাল ৪টা ১৬ মিনিটে পুনরায় চট্টগ্রামে অবতরণ করে এবং আবহাওয়ার উন্নতি হলে আজ শুক্রবার সকাল ৫টা ৩১ মিনিটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট