চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

টেরিবাজারে কাপড় চুরির ঘটনায় শিশুসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

২৯ মে, ২০২৫ | ১১:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকার টেরিবাজারে একটি কাপড়ের গোডাউন থেকে তালা ভেঙে ৬ লক্ষ টাকার থান কাপড় চুরির ঘটনায় শিশুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় গোডাউনের ২৯টি থান কাপড় উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন-বাঁশখালী থানার বটতলী পাহাড়ের গুনাগরির মো. মিন্টুর ছেলে মো. সাকিবুল ইসলাম (১৩) ও কুমিল্লা জেলার মুরাদনগর থানার মৃত খোরশেদ আলমের ছেলে মো. রুবেল (৩৫)।

মঙ্গলবার (২৭ মে) রাতে নগরের টেরিবাজারের ঐ গোডাউন থেকে তালা ভেঙে কাপড় চুরি নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় বুধবার কোতোয়ালী থানায় একটি চুরির মামলা দায়ের করা হলে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে আজ বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ২৯টি থান কাপড় উদ্ধার করা হয়। 

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট