চট্টগ্রাম বুধবার, ২৫ জুন, ২০২৫

চট্টগ্রামে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২৯ মে, ২০২৫ | ১০:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামে পৃথক অভিযানে এক পেশাদার ছিনতাইকারী ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার বিশেষ অভিযানে মো. জিহাদ হোসেন প্রকাশ বাক্কা (২২) নামে এক পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিহাদ আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকা মনসুর আহাম্মদের বাড়ির মো. জাকির হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

এদিকে, পৃথক অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ রবি আলম সাগর (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে ওসি আরিফ। গ্রেপ্তার রবি আলম সাগর কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়াছড়া এলাকার মৃত আনসারের ছেলে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট