চট্টগ্রাম শনিবার, ১৪ জুন, ২০২৫

সর্বশেষ:

চান্দগাঁওয়ে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, গ্রেপ্তার ৪

চান্দগাঁওয়ে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২৫ | ৪:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) রাত দেড়টার দিকে নগরের চাঁদগাঁও রিভার প্যালেস নামে একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-রাঙামাটি জেলার কাপ্তাই থানার নতুন বাজার এলাকার বাবুল দাশের ছেলে জিন্টু দাস (৩১), রাউজান উপজেলার নোয়াপাড়ার আহামদুল হকের ছেলে মো. রায়হান (২৬), পাহাড়তলী অলঙ্কার বাসনতি এলাকার তিস্তাই ইসলাম আসমা (২৪) ও চান্দগাঁও মোহরা এলাকার কাজিরহাট এলাকার ছেনোয়ারা বেগম (৩৫)।

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪ নারী পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট