নগরীতে নকল বৈদ্যুতিক তার তৈরির দুটি কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুই কারখানা মালিককে কারাদণ্ডের পাশাপাশি করা হয় এক লাখ টাকা জরিমানা। এছাড়া দুই কারখানা থেকে প্রায় ৮ লাখ টাকার নকল মালামাল জব্দ করা হয়। এছাড়া সিলগালা করা হয়েছে কারখানা দুটি।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে নগরের পাহাড়তলী ও হালিশহর এলাকায় দুটি কারখানায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।
দণ্ডপ্রাপ্তরা হলেন— জায়েদা বেগম (৬০) ও রুবেল(২৯)। এদের মধ্যে জায়েদাকে সাতদিনের এবং রুবেলকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব জানায়, দুটি কারখানায় নকল বৈদ্যুতিক তার তৈরির পর প্যাকেটে বিভিন্ন লেভেল লাগিয়ে সেগুলো বাজারজাত করা হতো। অভিযানে কারখানা মালিক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া একটি কারখানা থেকে সাড়ে চার লাখ এবং আরেকটি থেকে ২ লাখ ৮৫ হাজার টাকার মালামাল জব্দ করা হয়। এজন্য কারাখানা দুটির মালিককে আটক করা হয়। দুই কারখানায় বিআরবি ও বিজলি ব্র্যান্ডের তার পাওয়া গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান জানান, নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানা মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি কারাদণ্ড দেওয়া হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ