চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

‘জামায়াতকে নেতৃত্বশূন্য করতে নেতাদের বিনা অপরাধে হত্যা করা হয়েছে’
নগর জামায়াতের এতিমদের সম্মানে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠান

‘জামায়াতকে নেতৃত্বশূন্য করতে নেতাদের বিনা অপরাধে হত্যা করা হয়েছে’

বিজ্ঞপ্তি

২৮ মে, ২০২৫ | ৯:৩৬ অপরাহ্ণ

কথিত মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে জননেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আপিল বিভাগের রায়ে প্রমাণ হয়েছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার কোন অপরাধ নয়, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে জাতীয় নেতৃবৃন্দের বিচারের নামে ফরমায়েসি রায়ের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত করেছে। জননেতা এটিএম আজহারুল ইসলাম বেকসুর খালাসের মাধ্যমে একদিকে জাতি একজন পরীক্ষিত নেতাকে পেয়েছে, আর আমরা এক জীবন্ত শহীদকে ফিরে পেয়েছি। মূলত জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্য বিনা অপরাধে তাঁদের হত্যা করা হয়েছে।

 

বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায় চট্টগ্রাম মহানগরী জামায়াত আয়োজিত এতিমদের সম্মানে খাবার ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এদিন নগর জামায়াতের উদ্যোগে কোতোয়ালী, পাঁচলাইশ, ডবলমুরিং ও বাকলিয়া থানায় এই দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাস উপলক্ষে কোতোয়ালীর কদম মোবারক জামে মসজিদে এতিমদের সম্মানে খাবার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।কোতোয়ালী থানা আমীর আমির হোছাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় দোয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মা-শিশু জেনারেল হাসপাতালের ভাইস-চেয়ারম্যান ডা. পারভেজ ইকবাল শরীফ, কোতোয়ালী থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি আ. ন. ম জোবায়ের, কদম মোবারক জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ জোবায়ের প্রমুখ। সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায় আবু হুরায়রা মাদ্রাসার এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির, বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান। আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মুহাম্মদ মকবুল আহমদ, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজ, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী প্রমুখ।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায় ডবলমুরিং থানা এলাকার আছিয়া খাতুন হেফজখানা ও এতিমখানায় এতিমদের সম্মানে খাবার ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খাবার বিতরণ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। এতে দোয়া পরিচালনা করেন মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন। ডবলমুরিং থানা আমির ফারুখ-ই আজমের সঞ্চালনায় এবং আছিয়া খাতুন হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আমির হোসাইন বদির সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম, ২৭ নম্বর প্রশাসনিক ওয়ার্ডের আমির মুজিবুর রহমান, ২৯ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আমির ইমরানুল হক প্রমুখ।

 

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের কারামুক্তি উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে পশ্চিম বাকলিয়া শান্তি নগর এলাকার খাবার ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার। এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। বাকলিয়া থানা আমীর সুলতান আহমদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমীর আবুল মনসুর, জামায়াত নেতা মফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আহমদুল হক, অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মুহাম্মদ ইব্রাহিম।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট