চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

চট্টগ্রামে কেএনএফের আরও ১১ হাজার ইউনিফর্ম জব্দ
কেএনএফের ইউনিফর্ম

চট্টগ্রামে কেএনএফের আরও ১১ হাজার ইউনিফর্ম জব্দ

অনলাইন ডেস্ক

২৭ মে, ২০২৫ | ১১:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর একটি গুদাম থেকে কেএনএফের আরও ১১ হাজার ৭৮৫ পিস ইউনিফর্ম জব্দ করা হয়েছে। সোমবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকায় একটি গুদাম থেকে ইউনিফর্মগুলো জব্দ করা হয়।

 

পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নগর পুলিশের কেউ কথা বলতে রাজি হননি। পুলিশের ওই সূত্র জানিয়েছে, ইউনিফর্মগুলো এর আগে পার্বত্য চট্টগ্রামের নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) জব্দ করা ইউনিফর্মের মতোই।

 

জানতে চাইলে বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. কামরুজ্জামান জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না।

 

গত ১৭ মে ২০ হাজার ৩০০টি কেএনএফের ইউনিফর্ম জব্দ করে মহানগর গোয়েন্দা পুলিশ। নগরীর বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো এপারেলস নামে একটি পোশাক কারখানা থেকে ইউনিফর্মগুলো জব্দ করা হয়। এ ঘটনায় কারখানা মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার। তাদের মধ্যে সাহেদুল ইসলাম কারখানার মালিক। অপর দু’জন ইউনিফর্মগুলো তৈরির ক্রয়াদেশ এনেছিলেন।

 

এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন নগরীর বায়েজিদ থানায় একটি মামলা করেছেন। মংহলাসিন মারমা ওরফে মং নামে একজনের কাছ থেকে ২ কোটি টাকার চুক্তিতে ইউনিফর্মগুলো তৈরির ক্রয়াদেশ নেওয়া হয়েছিল। চলতি মে মাসে সেগুলো তাদের সরবরাহের কথা ছিল। পাবর্ত্য বান্দরবান জেলার রুমা ও থানছিতে কুকি-চিন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তারা সেখানে সোনালী ব্যাংকে ডাকাতিও করেছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট