চট্টগ্রাম শনিবার, ১৪ জুন, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ডিবির অভিযানে ৫১ মোবাইল উদ্ধার

চট্টগ্রামে ডিবির অভিযানে ৫১ মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২৫ | ৩:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৭ মে) পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পুলিশ জানায়, জেলার ১৭টি থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে এই মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে রাউজান থানার ১৩ টি, লোহাগাড়া থানার ৭টি, রাঙ্গুনিয়া থানার ৯টি, আনোয়ারা থানার ৬টি, চন্দনাইশ থানার ২টি, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ৭টি এবং জোরারগঞ্জ থানার ৭টি মোবাইল ফোন রয়েছে।

 

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল বলেন, এসব মোবাইল দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অনেকে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপনে লোভে পড়ে মোবাইল কিনে প্রতারিত হয়েছেন। অনেক সময় মোবাইলের আইএমইআই নম্বরও থাকে ভুয়া।

 

তিনি বলেন, পুরোনো মোবাইল ফোন কেনার সময় বিক্রেতার জাতীয় পরিচয়পত্র, ফোনের বক্স, রশিদ এবং আইএমইআই নম্বর যাচাই করতে হবে। পাশাপাশি কেউ মোবাইল হারালে দ্রুত থানায় জিডি করার অনুরোধ জানাচ্ছি। কারণ এসব ফোন অপরাধে ব্যবহৃত হলে দায় গিয়ে পড়বে মালিকের ওপরই।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট