চট্টগ্রাম বুধবার, ১৮ জুন, ২০২৫

বায়েজিদ ও আকবরশাহ থানায় ওসি পদে রদবদল
ফাইল ছবি

বায়েজিদ ও আকবরশাহ থানায় ওসি পদে রদবদল

অনলাইন ডেস্ক

২৫ মে, ২০২৫ | ৭:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগর পুলিশের বায়েজিদ এবং আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল আনা হয়েছে। রবিবার (২৫ মে) নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।

 

আদেশ অনুযায়ী, বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে আকবরশাহ থানায় এবং আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানকে বায়েজিদ বোস্তামি থানায় বদলি করা হয়েছে।

 

এর আগে, গত বছরের ১৫ সেপ্টেম্বর সিটিএসবির পরিদর্শক থেকে মো. আরিফুর রহমানকে বায়েজিদ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। আর চলতি বছরের ৬ জানুয়ারি ডিবি উত্তর বিভাগের পরিদর্শক থেকে মো. কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছিল।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট