চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানার হত্যা, অস্ত্র, চাঁদাবাজির দশ মামলার আসামি গুলিবিদ্ধ আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। আলী আকবর (৩২) বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে।
রবিবার (২৫ মে) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আলী আকবর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল। আজ রবিবার সকাল আটটায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলো আকবর। ওই সময় হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে আকবরকে লক্ষ্য করে। গুলিতে আকবর মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারীরা চলে যায়।
পূর্বকোণ/পিআর