চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

সর্বশেষ:

রেডিসনে ঈদ শপিং ফেস্ট : এক ছাদের নিচে সব কেনাকাটা
রেডিসন ব্লু বে ভিউ চট্টগ্রামে জমে উঠেছে ঈদ শপিং ফেস্ট

রেডিসনে ঈদ শপিং ফেস্ট : এক ছাদের নিচে সব কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৫ | ১১:৪৫ পূর্বাহ্ণ

শপিং করতে কার না ভালো লাগে? আর সেটা যদি হয় এক ছাদের নিচে তাহলে তো কথা নেই। তেমনি এক ঈদ শপিং ফেস্ট চলছে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ চট্টগ্রামে। পোশাক, জুয়েলারি, জুতা থেকে শুরু করে নানা আয়োজন।

 

এই এক্সিবিশনে অংশ নিয়েছে ঢাকা, চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য ৬০ জনেরও বেশি উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট। রেডিসন ব্লু বে ভিউতে শুক্রবার বেলা ১২টার দিকে লোকসমাগম কম দেখা যায়। তবে বিকেলে ভিড় বাড়ে বলে জানায় এক্সিবিশনে অংশগ্রহণকারীরা।

 

এই ফেস্টে এক ছাদের নিচে পোশাক, গয়না, কসমেটিসক, ক্রোকারিজ, জুতা, পারফিউমসহ সব মিলছে। দেশি-বিদেশি সব ব্র্যান্ডের সর্বাধুনিক ও ট্রেন্ডি পোশাকের সমারোহ।

 

এক্সিবিশনে অংশ নিতে ঢাকা থেকে চট্টগ্রাম এসেছেন দুই বান্ধবী সাবাবা সাত্তার ও আনিকা নাওরিন। এক ছাদের নিচে দুজনের শপ। সাবাবা সাত্তারের হোম এন্ড বিয়ন্ড শপে রয়েছে বিছানার চাদর, বেড কাভার, কুসুম কাভার ইত্যাদি। যার দাম শুরু হয়েছে ১০৫০ টাকা থেকে। সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত। আনিকার অংশের নাম প্যাটার্নস বাই আনিকা। তার রয়েছে সালোয়ার কামিজ, আবায়া, কেপ, কাপ্তান ইত্যাদি। যার দাম ৩ হাজার টাকা থেকে সাড়ে ৬ হাজারের মধ্যে। যা সম্পূর্ণ দেশি কাপড় এবং নিজস্ব গার্মেন্টসে তৈরি বলে জানান আনিকা।

 

এক্সিবিশনে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষক তাহমিনা সাদিয়া বলেন, এখানে বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের আউটলেটগুলোতে ছেলে ও মেয়ে উভয়ের জন্য নিত্যনতুন পোশাক পাওয়া যাচ্ছে। পরিবারের জন্য ঈদের কেনাকাটা করেছি।

 

এখানে বিশেষ কালেকশন রয়েছে, যা ক্রেতাদের সুবিধা নিশ্চিত করছে। প্রদর্শনীর পৃষ্ঠপোষকদের মধ্যে অন্যতম বিকাশ, গোল্ড পার্টনার মুন্নু সিরামিক, মিডিয়া পার্টনার দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এবং ইভেন্ট পার্টনার সিল্ক রুট। এই প্রদর্শনীর সুবাদে আগামী বছরের গ্রাহক তৈরিতে সাহায্য হবে এ সকল উদ্যোক্তাদের।

 

এই এক্সিবিশন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত। আজ শেষদিনে শনিবার রাত ১১টা পর্যন্ত চলবে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট