চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো নতুন এক অধ্যায়। দীর্ঘ এক দশকের বেশি সময় পর এবার আলাদা স্বতন্ত্র ওয়ার্ড পেলো শিশু কিডনি রোগে আক্রান্ত্র ছোট্ট রোগীরা। আজ শনিবার হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত নতুন এই ওয়ার্ডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
হাসপাতাল সূত্র জানায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর চমেক হাসপাতালে শিশু কিডনি রোগীদের জন্য চালু করা হয়েছিল মাত্র ১১ শয্যার একটি ওয়ার্ড। তখন সেটি ছিল শিশু স্বাস্থ্য বিভাগের ৮ নম্বর ওয়ার্ডের ভেতরেই। দিন দিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় চার বছর পর শয্যা সংখ্যা বাড়িয়ে ১৫টি করা হয়। তবে আলাদা ওয়ার্ডের অভাবে রোগীদের সেবা দিতে হতো অন্যান্য রোগীদের সঙ্গে একই ওয়ার্ডে। এতে শিশু রোগীদের ঝুঁকি ও ভোগান্তি বেড়ে যেত। চাহিদার কথা মাথায় রেখে এবং শিশুরোগীদের সুরক্ষিত পরিবেশে আলাদা চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কয়েক মাস আগেই প্রস্তুত করে নতুন এই ওয়ার্ড।
সংশ্লিষ্টরা জানান, প্রায় তিন মাস আগে নতুন ওয়ার্ডটির অবকাঠামো প্রস্তুত করা হয়। অবশেষে উদ্বোধন হচ্ছে ২০ শয্যার এ শিশু কিডনি ওয়ার্ড। হাসপাতালের দ্বিতীয় তলার পশ্চিম পাশে, শিশু স্বাস্থ্য বিভাগের বহির্বিভাগের লাগোয়া এই ওয়ার্ডে থাকবে উন্নত চিকিৎসা সুবিধা। রয়েছে শিশুদের জন্য ডায়ালাইসিস সুবিধাও। ফলে শিশু কিডনি রোগীরা এবার থেকে সম্পূর্ণ আলাদা, নিরিবিলি পরিবেশে চিকিৎসাসেবা নিতে পারবে।
চমেক হাসপাতালের শিশু কিডনি রোগ বিভাগের চিকিৎসক ডা. মারুফ উল কাদের বলেন, এতদিন শিশু কিডনি রোগীদের আমরা শিশু ওয়ার্ডের ভেতরেই সীমিত পরিসরে চিকিৎসা দিতাম। এখন আলাদা ওয়ার্ড হওয়ায় শিশুদের সুরক্ষিত পরিবেশ ও উন্নত চিকিৎসা দেওয়া অনেক সহজ হবে। কর্তৃপক্ষের এই উদ্যোগ চট্টগ্রামবাসীর জন্য বড় সুখবর।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, স্বতন্ত্র এই শিশু কিডনি ওয়ার্ড চালু হওয়ায় রোগীদের চিকিৎসা নিতে আর মূল ওয়ার্ডের ভিড়ে থাকতে হবে না। শিশুরা এবার থেকে নিরিবিলি, সুরক্ষিত ও স্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা নিতে পারবে। এই উদ্যোগে আশার আলো দেখছেন রোগীর স্বজনেরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন বলেন, শিশু রোগীদের জন্য আলাদা কিডনি ওয়ার্ড চালুর বিষয়টি আমাদের দীর্ঘদিনের পরিকল্পনার অংশ ছিল। অবশেষে সেটি বাস্তবায়ন হয়েছে। তিন মাস আগেই আমরা ওয়ার্ডটি প্রস্তুত করেছি। বর্তমানে রোগীরা নতুন এ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। রোগীদের উন্নত ও নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিতে আমরা সদা সচেষ্ট। রোগীদের স্বজনরাও এতে অনেকটা স্বস্তি পাবেন।
পূর্বকোণ/ইবনুর