রাউজানের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৩ মে) চট্টগ্রামের চক্রেসো কানন আবাসিক জামে মসজিদে বাদে এশা এই মাহফিল অনুষ্ঠিত হয়।
যুব সংগঠক আলহাজ মো. মুজিবুল হকের সভাপতিত্বে ও ছাত্রনেতা ওমর ফারুকের সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা নূর নবী, আরশাদুল ইসলাম, মো. মুরাদ, ফরহাদুল ইসলাম প্রমুখ।
এতে আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দল নেতা মাওলানা সুলতানুল কবির রিজভী।
পূর্বকোণ/জেইউ/পারভেজ