চট্টগ্রাম বুধবার, ১৮ জুন, ২০২৫

সর্বশেষ:

আশ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে মিশর যাওয়ার সুযোগ পাচ্ছেন কে?
চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে কূপন ড্র চলছে

আশ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে মিশর যাওয়ার সুযোগ পাচ্ছেন কে?

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৫ | ১২:০০ পূর্বাহ্ণ

অনুষ্ঠিত হয়ে গেল আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ আশ বাজারের খেজুর ক্রেতাদের বিশেষ উপহারের কূপন ড্র। শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে এই ড্র অনুষ্ঠিত হয়।

 

এতে পাঁচটি কূপন তোলা হয়। সেই কূপন নম্বরগুলো হল- ১২৭, ১৩৩০, ৩৯৫, ৮৬৮ ও ১১১৭। এর মধ্যে প্রথমজনকে পাওয়া না গেলে পরবর্তী কূপন নম্বরটি গাজায় যাওয়ার সুযোগ পাবেন। আগামীকাল শনিবার দুপুর ২টার মধ্যে ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে হবে।

 

ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।

 

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ফাউন্ডেশনের প্রতি জনগণের ভালোবাসা আমাদের মুগ্ধ করে। আশা করি সবসময় ফাউন্ডেশনের পাশে থাকবেন।

 

তিনি বলেন, আশ বাজারের বিক্রিত খেজুরের প্রতি কেজি থেকে ২০ টাকা দেয়া হয়েছে গাজায় নির্যাতিত মানুষের জন্য। এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকা জমা হয়েছে গাজাবাসীর জন্য।

 

বাংলাদেশের প্রথম সংস্থা হিসেবে মিশর থেকে গাজায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন কাজ শুরু করে। ইতোমধ্যে অসংখ্য প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে। বাংলাদেশের পক্ষে গাজায় প্রথম মসজিদ করে দিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। এখন পর্যন্ত তিনটি মসজিদ তৈরি করা হয়েছে। তৈরি করে দেয়া হয়েছে তাবু, টয়লেট ইত্যাদি। সর্বশেষ ফাউন্ডেশনের পক্ষ থেকে তৈরি করে দেয়া হয়েছে এতিমখানা। বর্তমানে জরুরি খাবার ও পানিসহ নানাবিদ কার্যক্রম চলমান রয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট