চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ১৬ ভরি অলংকারসহ প্রেমিক ধরা
উদ্ধার স্বর্ণ ও টাকাসহ শাফায়েত উল্লাহ আকাশ

প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ১৬ ভরি অলংকারসহ প্রেমিক ধরা

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৫ | ৮:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামে আত্মসাৎকৃত ১৬ ভরি স্বর্ণালংকার ও স্বর্ণালংকার বিক্রয়ের নগদ টাকা উদ্ধারসহ শাফায়েত উল্লাহ আকাশ (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজার থানাধীন বালি আর্কেড শপিংমলের সামনে থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার শাফায়েত উল্লাহ আকাশ সাতকানিয়ার সিকদার বাড়ি দেওদীঘি, উত্তর মাদার্শার মজিবুর রহমানের ছেলে। অভিযোগকারী নাফিসা বিনতে আলম (১৮) চট্টগ্রাম অপর্ণাচরণ গার্লস স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

 

পুলিশ জানায়, প্রায় আড়াই মাস পূর্বে হোয়াটস এপ গ্রুপের মাধ্যমে আসামি শাফায়েত উল্লাহ আকাশের সাথে বাদীর পরিচয় হয়। সেই সুবাদে আসামি সুকৌশলে বাদীর কাছ থেকে কিছু ছবি নেয়। এরপর আসামি বাদীর ছবি এডিটের মাধ্যমে আপত্তিকর ও অশ্লীল করে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে বলে বাদীকে ব্ল্যাকমেইল করে হুমকি প্রদান করতে থাকে এবং দুই লাখ টাকা এনে দিতে বলে। তখন বাদী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আসামি বাদীকে বাসা হতে স্বর্ণালংকার নিয়ে তাকে দিতে বলে। আসামির ব্ল্যাকমেইলের কারণে বাদী আতঙ্কিত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তার কথামতো গত ৫ মার্চ দুপুর সাড়ে ১২টায় কোতোয়ালী থানাধীন সাবেরিয়া দিদার মার্কেটের পাশে সাফা আর্কেট কমিউনিটি সেন্টারের সামনে রাস্তার উপর উল্লেখিত আসামি শাফায়েতকে বাদী তার মায়ের এক জোড়া স্বর্ণের চুড়ি, যার ওজন দুই ভরি স্বর্ণালংকার প্রদান করেন। এভাবে বিভিন্ন তারিখ ও সময়ে বাসার সকলের অজান্তে আসামিকে দফায় দফায় বাদী বাসা হতে তার মায়ের চার জোড়া স্বর্ণের চুড়ি, যার ওজন ১০ ভরি, তিনটি স্বর্ণের গলার চেইন, যার ওজন-চার ভরি, ছয়টি হাতের আংটি, যার ওজন- এক ভরি এবং বাদীর মায়ের দুটি নেকলেস ও দুই জোড়া কানের দুল, যাহার ওজন- ৪ ভরি, সর্বমোট-২১ (একুশ) ভরি স্বর্ণালংকার প্রদান করেন। যার সর্বমোট মূল্য অনুমান-৩১ লাখ ৫০ হাজার টাকা। তারপর আসামি বাদীকে আরো দুই লাখ টাকা এনে দিতে বলে। অন্যথায় বাদীর এডিট করা আপত্তিকর ও অশ্লীল ছবিগুলো অনলাইনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে বলে হুমকি দিলে বাদী তার পরিবারের মান-সম্মানের কথা চিন্তা করে আকাশকে গত ১৫ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড়ের মোড়ের কেএফসির সামনে রাস্তার উপর ১ম দফায় ৩০ হাজার টাকা এবং এভাবে পরবর্তীতে বিভিন্ন সময়ে কয়েক দফায় মোট-১ লাখ ৬০ হাজার টাকা প্রদান করেন।

 

আসামীকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হচ্ছে বলে কোতোয়ালী থানা পুলিশ জানান।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট