চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মো. দুলালকে (৩০) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) যাত্রাবাড়ী থানার সামাদনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার দুলাল ফেনীর সোনাগাজী থানার উত্তর মরগাং গ্রামের নুরুল হুদার ছেলে।
র্যাব জানায়, দুলালের বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ আগস্ট জোরারগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় ধর্ষণ মামলা দায়ের হয়। মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন। তিনি বলেন, আসামি দুলাল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/এএইচ