চট্টগ্রাম নগরীর সড়ক ও নালা দখল করে তাল শাঁস বিক্রি করে জনভোগান্তি সৃষ্টি করায় ২ ট্রাক তাল জব্দ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (২২ মে) নগরীর কোতোয়ালী থানাধীন বিআরটিসি মোড়ে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, বিআরটিসি মোড়ে অবৈধভাবে সড়ক-নালায় তাল রাখায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে এসব তাল সরিয়ে নিতে বুধবার ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয় এবং তালগুলো সরিয়ে নিতে ২৪ ঘণ্টা সময় বেধে দেওয়া হয়। প্রাথমিকভাবে ব্যবসায়ীরা তালগুলো সরিয়ে নেয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে সরিয়ে না নেয়ায় আজ অভিযান পরিচালনা করে ২ ট্রাক তাল জব্দ করা হয় এবং নালায় পানি চলাচলের পথ উন্মুক্ত করা হয়। অভিযানে চসিকের পরিচ্ছন্ন বিভাগ সার্বিক সহায়তা করে।
পূর্বকোণ/আরআর/এএইচ