চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় মো. সাহেদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ নিয়ে পালানোর সময় তার ছোট ভাই মো. জাহেদ ও তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম ওহিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মো. সাহেদ রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলো-রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকার মৃত জালাল আহম্মদের মো. জাহেদ (২৭) ও তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম ওহি (২৬)।
বুধবার (২১ মে) দিবাগত রাতে চান্দগাঁও আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি পূর্বকোণকে বলেন, ‘নিহত সাহেদ ও তার ছোট ভাই মো. জাহেদ পরিবারের সাথে দুবাই থাকতো। চান্দগাঁও আবাসিক এলাকায় তাদের দুইটি ফ্ল্যাট আছে। একটি ভাড়া দিয়েছেন। আরেকটিতে গত দুই বছর ধরে তারা দুই ভাই তাদের স্ত্রীসহ থাকতেন। গত বছর বড় ভাই সাহেদের বিবাহবিচ্ছেদ হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি ছোট ভাই প্রায়ই মাদকসেবন করে বাসায় চিৎকার চেঁচামেচি করতো। গতকাল তারা দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে জাহেদ তার বড় ভাই সাহেদকে বুকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে বড় ভাই মারা গেলে তার লাশ নিয়ে পালানোর চেষ্টা করে। আমরা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করি এবং ছোট ভাই জাহেদ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পূর্বকোণ/পিআর