চট্টগ্রাম সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেপ্তার
গ্রেপ্তার দুই বাস চালক ও হেলপার

চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৫ | ১১:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে চলন্ত বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণের ঘটনায় চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকার বহদ্দারহাট-কালুরঘাটগামী রাস্তার উপর এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন আছে।

 

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কিশোরীর মা থানায় মামলা দায়ের করার  পর অভিযান চালিয়ে অভিযুক্ত বাসচালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।

 

আটক দুইজন হলো- সাতকানিয়ার ৪ নং ওয়ার্ডের উত্তর পুরানগর এলাকার মো. শামশুল ইসলামের ছেলে বাস চালক মো. লোকমান প্রকাশ তারেক (২৬) ও লোহাগাড়ার ৫ নং ওয়ার্ড মাতবরের বাড়ির হাফেজ আহাম্মদের ছেলে মো. হানিফ (৩৬)।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট