চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

সহজে হজ পালনে চট্টগ্রামে বিসমিল্লাহ ওভারসিজের প্রশিক্ষণ কর্মশালা
বিসমিল্লাহ ওভারসিজ এন্ড হজ সার্ভিসের কর্মশালায় অতিথিরা

সহজে হজ পালনে চট্টগ্রামে বিসমিল্লাহ ওভারসিজের প্রশিক্ষণ কর্মশালা

বিজ্ঞপ্তি

১৬ এপ্রিল, ২০২৫ | ১১:১৯ অপরাহ্ণ

পবিত্র হজ পালনে ইচ্ছুক যাত্রীদের সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হল হজ প্রশিক্ষণ কর্মশালা-২০২৫। আজ বুধবার দুপুরে নগরীর কাপাসগোলা রোডস্থ কুটুমবাড়ি রেস্তোরাঁয় এই কর্মশালার আয়োজন করে সরকার অনুমোদিত বিসমিল্লাহ ওভারসিজ এন্ড হজ সার্ভিস।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন বিসমিল্লাহ ওভারসিজ এন্ড হজ সার্ভিসের স্বত্বাধিকারী আলহাজ আবুল আনোয়ার। তিনি আগত হজযাত্রীদের স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ সেবা প্রদানের আশ্বাস দেন। তিনি বলেন, আল্লাহর মেহমানদের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। আপনাদের হজযাত্রা যেন সহজ ও নির্ভুল হয়, সেজন্যই আমাদের এই প্রশিক্ষণের আয়োজন।

 

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ ড. মমতাজ উদ্দিন কাদেরী। তিনি তার বক্তব্যে হজের আধ্যাত্মিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। ড. মমতাজ উদ্দিন কাদেরী বলেন, হজ কেবল একটি ভ্রমণ নয়, এটি আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। সঠিক জ্ঞান ও প্রস্তুতির মাধ্যমে এই ইবাদত পালন করলে তার পূর্ণ সওয়াব লাভ করা সম্ভব। বিসমিল্লাহ ওভারসিজের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

 

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির, হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সম্পাদক আবদুল মালেক, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রাম জোনের সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া, বিসমিল্লাহ ওভারসিজ এন্ড হজ সার্ভিসের মোয়াল্লেম মাওলানা মনছুর আলম কুতুবী ও মাওলানা শামছুল ইসলাম হাকেমী এবং সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষক মহিউদ্দিন মাহবুব। তারা হজের বিভিন্ন আরকান-আহকাম, সফরের নিয়মাবলী এবং স্বাস্থ্যগত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

 

মাওলানা আবদুল মালেক বলেন, হজের পূর্বে এর নিয়ম-কানুন ভালোভাবে জেনে নেওয়া অপরিহার্য। সবচেয়ে ছোট ভুলও অনেক সময় হজের পরিপূর্ণতাকে নষ্ট করে দিতে পারে। মাওলানা শামছুল ইসলাম হাকেমী হজযাত্রীদের ধৈর্য ধারণ এবং পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন।

 

অনুষ্ঠানটি সাবলীলভাবে পরিচালনা করেন মো. মহিউদ্দীন ও মো. নোমান। কর্মশালায় হজের ব্যবহারিক নিয়মাবলী, প্রয়োজনীয় দোয়া এবং মক্কা-মদিনার ঐতিহাসিক স্থানসমূহের পরিচিতি তুলে ধরা হয়। অংশগ্রহণকারী হজযাত্রীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং আলোচকবৃন্দ সেসবের জবাব দেন।

 

এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে হজ্জযাত্রীরা হজ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সুস্পষ্ট ধারণা লাভ করেন যা তাদের আসন্ন হজ পালনে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট