চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

আম পাড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ৪
গ্রেপ্তার চার আসামি।

আম পাড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৫ | ১১:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. তানভীর ইসলাম (২১) নামে এক তরুণকে খুন করা হয়েছে।মঙ্গলবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যেই খুনের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেফতারকৃতরা হলো- গোবিন্দ, সুনীল, বিষু ও জনি। এছাড়া খুনের সঙ্গে জড়িত হৃদয় নামে একজন পলাতক রয়েছে।

 

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে তানভীর নামে ওই তরুণকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে খুনের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে আরও দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এছাড়া হত্যার কাজে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট