দেশের জনপ্রিয় ব্যান্ড সোলস তাদের ৫০ বছরের সংগীতযাত্রাকে উদযাপন করতে সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ শীর্ষক একটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছে।
আগামী ২ মে (শুক্রবার) রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউতে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টটির আয়োজক এমএন্ডএম বিজনেস কমিউনিকেশন। এ আয়োজনের টাইটেল পার্টনার হিসেবে রয়েছে মাস্টারকার্ড।
বুধবার (১৬ এপ্রিল) রেডিসন ব্লুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার ১৭ এপ্রিল থেকে। বিশেষ অফার হিসেবে মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডাররা টিকিট পাবেন ২০ শতাংশ ছাড়ে। মাস্টারকার্ডের ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাবে। কনসার্টের সব তথ্য https://facebook.com/events/s/souls-unplugged-50-years-of-ti/1591954031466187/ এই পেইজে পাওয়া যাবে। এছাড়া রেডিসন ব্লুর রিসেপশন ডেস্ক থেকেও টিকিট কেনা যাবে। টিকিটের মূল্য ৭ হাজার টাকা। সাথে থাকবে রাতের খাবার।
সংবাদ সম্মেলনে সোলসের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া বলেন, ৫০ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতেএটি একটি ঐতিহাসিক আয়োজন হতে যাচ্ছে। কনসার্টে যেসব গান গাওয়া হবে সব গান রেকর্ড হবে। পরে সেগুলো ইউটিউব চ্যানেলে যাবে। এতে বাংলাদেশে থাকা সোলস ব্যান্ডের বর্তমান ও প্রাক্তন সদস্যদের উপস্থিত করার চেষ্টাও করা হচ্ছে বলে তুলে ধরেন তিনি। কোন ব্যবসায়ীক চিন্তা থেকে আমরা এটা করিনি। যেহেতু এটা প্রোডাকশন সেহেতু টিকিটের এই টাকাটা নির্ধারণ করা হয়েছে।
কনসার্ট উপভোগ করতে চট্টগ্রামের ভাষায় পার্থ বড়ুয়া বলেন, আঁরা চাঁটগাইয়া মানুষ, চাঁটগাইয়া ব্যান্ড, অনরা বেয়াগ্গুনর দাওয়াত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এমএন্ডএম বিজনেস কমিউনিকেশনের সিইও মনজুমা মুর্শেদ, রেডিসন ব্লু চট্টগ্রামের সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মোহাম্মদ আলী, সোলস ব্যান্ডের কি-বোর্ডিস্ট মীর মাসুম, বেজ গিটারিস্ট মারুফ রিয়েল, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তানজীদ হাসান, ফিট এলিগ্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদা শারমিন, মুন্নু সিরামিক ইন্ড্রাস্টিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার ফায়েজ আহমেদ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও রফিকুল ইসলাম।
পূর্বকোণ/পিআর/পারভেজ