চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন একটি গুদাম থেকে বিক্রয় নিষিদ্ধ ২০০ বস্তা বিদেশি চাল জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টায় নগরীর আকমল আলী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে এসব চাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএম শাকিব মেহেবুব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ওই এলাকার একটি গুদাম থেকে ইরাকের বাণিজ্য মন্ত্রণালয়ের ‘খাদ্য বান্ধব’ কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে থাইল্যান্ডে প্রস্তুতকৃত বিক্রয় নিষিদ্ধ ২০০ বস্তা (১০ হাজার কেজি) লম্বা দানার থাই সাদা চাল জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থলে কেউ উপস্থিত না থাকায় কাউকে আটক করা যায় নি। জব্দ করা বিক্রয় নিষিদ্ধ চালের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/রাজীব/এএইচ