চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের আরও ২৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কর্ণফুলী, ইপিজেড, বন্দর, হালিশহর, চান্দগাঁও, সদরঘাট, বাকলিয়া, আকবরশাহ, ডবলমুরিং, চকবাজার, খুলশী, পাহাড়তলী ও বায়েজিদ থানার অন্তত ১৩টি এলাকা থেকে ধরা হয়েছে। গ্রেপ্তারকৃতদের তালিকায় আছেন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র সংগঠনের পদধারী ব্যক্তিরাও।
পূর্বকোণ/আরআর/পারভেজ