চট্টগ্রামে বন্দর থানাধীন কলসি দীঘির পাড় এলাকায় ৯ বছর বয়সী শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মোহাম্মদ রিপন।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১১টায় তাকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতানা এহসান উদ্দিন। তিনি বলেন, ঘটনার পর আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত দোকানিকে গ্রেপ্তার করি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা গেছে, রিপন নামের ওই ব্যক্তি শিশুটিকে দোকানে নিয়ে গিয়ে বলাৎকারের চেষ্টা। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়।
পূর্বকোণ/ইব/এএইচ