চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের কমিটি ঘোষণা

বিজ্ঞপ্তি

২ মার্চ, ২০২৫ | ১:৫৩ অপরাহ্ণ

দীর্ঘ ৮ বছর পর স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে এই কমিটি ঘোষণা করা হয়।

 

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আদনানুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার তাসিন। ২৫ সদস্য নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করবে এবং পিছিয়ে পড়া শিশুদের জন্য নতুন সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।

 

উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি গ্রামে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উন্নয়নে কাজ করে আসছে।

 

সংগঠনটির উদ্যোগে ইয়ুথ লিডারশিপ প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত হয়। এতে সেশন স্পিকার হিসেবে ছিলেন ইপসার উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম ইসলাম। প্রোগ্রাম শেষে অংশগ্রহণকারী দের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট