চট্টগ্রামের পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ভুয়া পুলিশ বলে মারধরের ঘটনায় আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হলো।
মারধরের শিকার পুলিশ কর্মকর্তা হলেন পতেঙ্গা থানার উপ-পরিদর্শক ইউসুফ আলী।
গ্রেপ্তারকৃতরা হল- গণপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, পুলিশকে মারধরের ঘটনায় শনিবার অভিযান পরিচালনা করে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হচ্ছে।
পূর্বকোণ/ইব/এএইচ