বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি।
জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার। দায়িত্ব পালন করেন জেড ফোর্সের অধিনায়ক হিসেবে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়।
স্বাধীনতার পর জিয়াউর রহমানকে কুমিল্লায় সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার নিয়োগ করা হয় এবং ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত হন। ১৯৭৩ সালের মাঝামাঝি ব্রিগেডিয়ার পদে, ওই বছরের শেষদিকে মেজর জেনারেল এবং ১৯৭৫ সালের ২৫ আগস্ট লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন।
১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন জিয়াউর রহমান। এরপর রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদ নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ১৯ দফা কর্মসূচি সামনে রেখে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এদিকে, দিনটি উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন পেশা, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। উত্তর জেলা বিএনপি রবিবার সকাল ১০টায় এবং চট্টগ্রাম মহানগর সকাল সাড়ে ১০টায় রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন ও তার রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ করবে।
এরপর সেখানে উত্তর জেলা বিএনপি সংক্ষিপ্ত সমাবেশ করবে বলে জানিয়েছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। দৈনিক পূর্বকোণকে তিনি বলেন, রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ছাড়াও রাউজানের পাহাড়তলী ও রাঙ্গুনিয়ায় শীতবস্ত্র বিতরণ করা হবে।
পূর্বকোণ/মাহমুদ