চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি শপিংমলের গ্র্যান্ড ওপেনিং

আজ থেকে শপিংয়ে বিশ্বমানের এক্সপেরিয়েন্স পাবে চট্টগ্রামবাসী

বিজ্ঞপ্তি

১৭ জানুয়ারি, ২০২৫ | ২:০২ অপরাহ্ণ

এখন থেকে শপিংয়ে বিশ্বমানের এক্সপেরিয়েন্স পাবে চট্টগ্রামবাসী। কারণ বন্দরনগরী চট্টগ্রাম শহরের বহদ্দারহাটে শুক্রবার (১৭ জানুয়ারি) উন্মোচিত হয়েছে ফিনলে সাউথ সিটি শপিংমল। এর মধ্য দিয়ে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরের হাজার বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী এই বহদ্দারহাটে যুক্ত হতে যাচ্ছে আরও একটি অনন্য মাইলফলক।

 

জানা যায়, আধুনিক নিরাপত্তাবেষ্টিত প্রায় এক লাখ স্কয়ার ফিট জায়গাজুড়ে ২৩৮টিরও বেশি রিটেইল শপ, ফুডকোর্ট, ফানজোন নিয়ে প্রস্তুত ফিনলে সাউথ সিটি শপিংমল। এখানে একই ছাদের নিচে, একই বিল্ডিংয়ে রয়েছে হাই-এন্ড রেসিডেন্সিয়াল ক্লাস্টার, কমার্শিয়াল স্পেস, শপিংমল। এতে করে দুবাই-সিঙ্গাপুর নয়, চট্টগ্রামেই হবে ওয়ার্ল্ড ক্লাস শপিং।

 

ধারণা করা হচ্ছে, বিশ্বের নামকরা ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় ব্র্যান্ডের সমাহার আর নতুন নতুন সব এক্সপেরিয়েন্সের জন্য অচিরেই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হবে এ শপিংমল। লোটো, টাইম জোন, রাইস, শৈল্পিক, এপেক্স, বাটা, হারলেন, খাদিঘর, আর্ট, ল্যা কুপার, জি জি আইল্যান্ড, ব্রোস্ট ক্যাফে, লিন্ড, সাদিয়া’স কিচেন, স্বদেশ পল্লীসহ নানান দেশি বিদেশি ব্র্যান্ডের সমাহার থাকবে একই ছাদের নিচে।

 

শপিংমলের প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই দৃষ্টিনন্দন নান্দনিক এট্রিয়াম, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ আর ক্যাশলেস শপিং; সাথে ইনস্ট্যান্ট ব্যাংকিংয়ের জন্য আছে এটিএম বুথ। আরও আছে সার্বক্ষণিক জেনারেটর সুবিধা, ক্যাপসুল লিফটের পাশাপাশি সার্ভিস লিফট, এস্কেলেটর, অটোমেটিক অগ্নিনির্বাপক ব্যবস্থা, সুবিশাল সিকিউর পার্কিং স্পেস, বিশ্বখ্যাত ফুড চেইন এবং দেশীয় খাবারের ফুডকোর্ট, কিডস প্লে-জোন, ইলেক্ট্রনিক্স এবং হোম এপ্লায়েন্সেস, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার।

 

এছাড়া থাকছে মোবাইল ও কম্পিউটার সার্ভিসিং সেন্টার, বুকস্টোর, গিফটকার্ড শপ, জুয়েলারি, অথেনটিক কসমেটিকস, লেডিস গার্মেন্টস কালেকশন, ঘড়ি এবং অপটিকস, বোরকা, হিজাব, দর্জি, হ্যান্ডিক্রাফটস পণ্য, বাচ্চাদের সবধরনের খেলনার দোকান, ট্রেন্ডি রেডিমেন্ট গার্মেন্টস, পুরুষদের জন্য পাঞ্জাবি ও শেরওয়ানি, নানান বয়সীদের জন্য দেশি-বিদেশি ব্র্যান্ডের জুতা, ব্র্যান্ড গ্যালারি, ম্যাজিক্যাল থিমপার্ক, পুরুষ ও নারীদের জন্য আলাদা নামাজের স্থানসহ আরও অনেক কিছু।

 

উৎসবে-আনন্দে অথবা যেকোন উপলক্ষে, পরিবারের সবাইকে নিয়ে হাজারও অপশন থেকে মনের মতো শপিং করার এক্সপেরিয়েন্স নিতে আজই ঘুরে আসা যাবে ফিনলে সাউথ সিটি শপিংমলে। উল্লেখ্য, সময়ের সাথে সাথে আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে যোগাযোগের কেন্দ্রস্থল বহদ্দারহাট, সেজে উঠছে সমৃদ্ধ অঞ্চলটি। পাঁচ রাস্তার মোড় এখন যোগাযোগের অন্যতম পথ। চট্টগ্রামবাসীকে বিশ্বমানের শপিং এক্সপেরিয়েন্স এনে দিতে এখানেই ফিনলে প্রপার্টিজের উদ্যোগে সেজে উঠছে ফিনলে সাউথ সিটি শপিংমল।

 

চট্টগ্রাম শহরে বছরের পর বছর ধরে স্থাপত্যশিল্পে আস্থা ও ভরসার সাথে ব্যবসা করে আসছে ফিনলে প্রপার্টিজ। তারই ধারাবাহিকতায় তাদের নতুন উদ্যোগ ঐতিহ্য আর শ্রেষ্ঠত্বের নতুন স্থাপত্য ফিনলে সাউথ সিটি শপিংমল এখন চট্টগ্রাম শহরের প্রানকেন্দ্র বহদ্দারহাটে গ্র্যান্ড ওপেনিংয়ের অপেক্ষায়।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট