চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

বায়েজিদে লুণ্ঠিত ৭২ কার্টন সিগারেট উদ্ধার, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

১২ নভেম্বর, ২০২৪ | ৯:৩০ অপরাহ্ণ

১০ নভেম্বর বায়েজিদে লুণ্ঠিত ৭২ কার্টন মেরিস সিগারেট উদ্ধার করেছে পুলিশ। একই সাথে ঘটনায় যুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর ) ভোরে বায়েজিদের শহীদ নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন ,  মো. ইউসুফ (২৬) ও  রবিউল হাসান প্রকাশ রবিন (২২)।

 

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর ১০০ কার্টন মেরিস সিগারেট ভ্যানগাড়িতে লোড করে গাড়ির চালক মোহাম্মদ সিয়াম বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগর এলাকার উদ্দেশ্যে রওনা দেন। পরবর্তীতে তিনি বায়েজিদ বোস্তামী থানাধীন চা-বোর্ডের বিপরীত পাশে আরএস ফ্যাক্টরির সামনে রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন আসামি গাড়ির চালকের সামনে এসে তাকে ঘিরে ফেলে। বাদী কোনো কিছু বুঝে উঠার আগেই আসামিদের হাতে থাকা টিপছুরি দিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে তার ভ্যানগাড়ির চাবিসহ গাড়িতে থাকা সিগারেট তাদেরকে দিয়ে দিতে বলে। চালক রাজি না হওয়ায় একজন আসামির হাতে থাকা টিপছুরি দিয়ে তার বাম পায়ের রানে আঘাত করে আসামিরা ভ্যানগাড়িতে থাকা ১০০ কার্টন মেরিস সিগারেট নিয়ে পালিয়ে যায়।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট