চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২৪ | ১২:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আমজাদ হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার আমজাদ হোসেন নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন পূর্ব রসুলপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।

 

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর পাহাড়তলী থানাধীন নামার বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, গ্রেপ্তার ওই ব্যক্তি চট্টগ্রামের পটিয়া থানার মামলা নং-৩২(১)২১, জি আর-০২/২০২১, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন নামার বিল এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ-উল-আলম জানায়, গ্রেপ্তার আসামিকে নোয়াখালী জেলার হাতিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট