চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চোর সন্দেহে পিটিয়ে হত্যা: চট্টগ্রামে ২ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৮ নভেম্বর, ২০২৪ | ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের নগরীর বিপ্লব উদ্যানে চোর-ছিনতাইকারী সন্দেহে ইসলাম বিটু নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে নগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারক আজিজ।

জানা গেছে, গত ৮ আগস্ট খুলশী থানাধীন ২ নম্বর গেট কবরস্থানের পাশ থেকে ইসলাম বিটুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বিউটি বেগম বাদী হয়ে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার দুইজনের মধ্যে একজন মূল হোতা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজী মো. আলমগীর আলম (৩৫) ও মো. জানে আলম (৩৩)।

পুলিশের উপ-কমিশনার কাজী মো. তারক আজিজ বলেন, বৃহস্পতিবার ভোরে খুলশী থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। তাদের মধ্যে আলমগীর পেশায় নাইট গার্ড এবং জানে আলম শ্রমিক। তারা যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট