চট্টগ্রাম শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

ঢাকায় দু’জনকে গলাকেটে হত্যা: সেই রুমন চট্টগ্রামে ধরা

নিজস্ব প্রতিবেদক

২ অক্টোবর, ২০২৪ | ১:৩৪ অপরাহ্ণ

রাজধানী ঢাকার গুলশান-২ এলাকায় চা-দোকানি ও কর্মচারীকে গলাকেটে হত্যার মূল আসামি রুমনকে (২৭) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার রুমন কিশোরগঞ্জের কটিয়াদী থানার আফজাল হোসেনের ছেলে। মঙ্গলবার (১ অক্টোবর) নগরীর হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম।

তিনি জানান, ঢাকার গুলশানে দুইব্যক্তিকে গলাকেটে হত্যার ঘটনার মূল আসামি রিমনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর গুলশান-২ এ একটি চায়ের দোকান থেকে দুইব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- মো. রফিকুল ইসলাম সিকদার (৬২) ও সাব্বির (১৫)। এ ঘটনায় রফিকুল ইসলামের শিকদারের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট