চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামে গাড়িতে ঝাঁপিয়ে পড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

১ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন টেকনিক্যাল মোড়ে একটি কাভার্ডভ্যানের সামনে ঝাঁপিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১ সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা এটি আত্মহত্যা।

 

নিহত সাদমান ছামিদুর রহমান (১৭) নগরীর শোলকবহর এলাকার আল মাদানি রোডের ওবায়দুর রহমানের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কবিরুল ইসলাম। তিনি বলেন, ভোর রাতে টেকনিক্যাল মোড়ে একটি দুর্ঘটনা ঘটে। তবে ভিডিও ফুটেজে আমরা দেখেছি একটি চলন্ত কাভার্ডভ্যানের সামনে গিয়ে ওই যুবক লাফ দেয়। এতে ‍ওই যুবককে গাড়িটি টেনে হিঁছড়ে কিছু দূরে নিয়ে যায়। দেখে মনে বিষয়টি আত্মহত্যার মতো মনে হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট