চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রি, চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৪ | ৫:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর মোহরায় মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রি অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

শনিবার (৩১ আগস্ট) নগরীর কাজীর হাট-বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। সাথে ছিলেন সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার। উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও ব্যবসায়ী নেতারাও।

 

ফয়েজ উল্যাহ বলেন, আমরা মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছি। আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট