চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাইকের বিকট আওয়াজ নিয়ে কথা কাটাকাটি, চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক

৯ জুন, ২০২৪ | ১২:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেলের বিকট আওয়াজে নিয়ে কথা কাটাকাটির জেরে মো. রাফি (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত রাফি পতেঙ্গার বন্দরটিলা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

 

রবিবার (৯ জুন) ভোররাত ৪টায় পতেঙ্গা সি-বীচ এলাকায় এ ঘটনা ঘটে।

 

সৈকত এলাকার স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বিকট আওয়াজে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে প্রথমে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সমাধান হয়। এর ঘণ্টাখানেক পর এক পক্ষের কয়েকজন যুবক প্রতিশোধ নিতে টানেলের মুখে ওঁৎপেতে থাকে। এ সময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন আসার সময় তাদের ওপর হামলা চালায়।

 

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর বড়ুয়া বলেন, নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

 

এ ঘটনায় পতেঙ্গা থানায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট