চট্টগ্রাম সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাংসদ নাসিম ও চবি উপাচার্য আবু তাহেরকে সংবর্ধনা দিল কুসাব’৮৩

বিজ্ঞপ্তি

৮ জুন, ২০২৪ | ২:২৯ অপরাহ্ণ

চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন ব্যাচ ৮৩ (কুসাব’৮৩) এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং প্রফেসর ড. মুহম্মদ আবু তাহের উপাচার্য মনোনীত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত ৭ জুন সন্ধ্যায় নগরীর গ্রীন শ্যাডো রেস্টুরেন্ট এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

কুসাব সভাপতি নাসিরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং ট্রেজারার মনজুরুল আহসান চৌধুরী বাবুলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারি আকতার কামাল চৌধুরী।

সভায় সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে বন্ধুরা যে সহযোগিতা করেছে এ জন্য আমি তাদের কৃতজ্ঞতা জানাই। সবসময় বন্ধুদের পাশে থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই।

চবি উপাচার্য প্রফেসর আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয় হবে জ্ঞান আহরণ, বিতরণ ও গবেষণার কেন্দ্রস্থান। তিনি আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য কনভোকেশনে বন্ধুদের অংশগ্রহণের জন্য আহ্বায়ক জানান তিনি। পরে মনোজ্ঞ সংগীত অনুষ্ঠানের মাধ্যমে সভা শেষ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট