চট্টগ্রাম সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

রিকশা চালানোর আড়ালে ছিনতাই

অনলাইন ডেস্ক

৬ জুন, ২০২৪ | ৯:৩২ অপরাহ্ণ

রিকশা চালানোর আড়ালে যাত্রীদের মালামাল ছিনতাই করতেন মো. সুমন (৩৮)। গত মঙ্গলবার কুতুবদিয়ার এক ব্যবসায়ীর ১ লাখ ৬০ হাজার টাকার ইলেক্ট্রনিক্স মালামাল ছিনতাইয়ের ঘটনায় তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) সকালে খুলশীর আমবাগান রেলওয়ে কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক জানান, জনৈক মো. তৌহিদ নামে এক ব্যবসায়ী অভিযোগের ভিত্তিতে সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে- আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকা থেকে ছিনতাইকৃত এক লাখ ৬০ হাজার টাকার ৪৪০ পিস টর্চলাইট উদ্ধার করা হয়।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট