চট্টগ্রাম সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

হালিশহরে ২২ জুয়াড়ি ধরা

অনলাইন ডেস্ক

৬ জুন, ২০২৪ | ৮:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ২২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ জুন) দিবাগত রাতে আববানী ক্লাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হল- মো. ইমরান (২৮),  মো. ফারুক (৩৫), নুুরুল ইসলাম (৩৬), আবুল বশর (৪৫), শফিউল ইসলাম (৫০), আবুল খায়ের (৭০), মাসুদ পারভেজ (৬০),  রবি উল্ল্যাহ (৩৫), মো. মফিজ (৩৫), আব্দুর ছালাম (৩৫), আব্দুর রহমান (২৮), সামছুল হক (৪৫), মো. হারুন (৪৭), আব্দুল রহিম (২৪), মাহফুজুর রহমান (৫৩), মো. সেলিম (৩৫), রুবেল রানা (৩২), মো. জয়নাল আবেদীন প্রকাশ রাসেল (২৭), মো. হাসান (২২),  শ্রীধাম দাস (৪০), জহিরুল ইসলাম (৪০) ও মো. জাফর (৫২)।

বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়সার হামিদ।

তিনি জানান, আববানী ক্লাবের পশ্চিম পাশের একটি রুমে অভিযান পরিচালনা করে ৭ হাজার ৫৫০ টাকা এবং তিন বান্ডেল তাসসহ ২২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুয়াড়িদের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা দায়ের করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট