চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার আলী আকবর ওরফে বাবুল পটিয়া উপজেলার মধ্যম হুলাইনের মৃত নুরুল হকের ছেলে।
রবিবার (২ জুন) নগরীর অলংকার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২০১২ সালের ২৬ আগস্ট কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে ৯৫ বোতল ফেনসিডিল নিয়ে গ্রেপ্তার হয় আলী আকবর। কিছুদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্ত বের হয়। এরপর থেকে পলাতক ছিল। এরই মধ্যে মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম বলেন, আসামি ১২ বছর ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার অলংকার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ