চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চান্দগাঁওয়ে ইউম্যাক্স ও সায়েম বেকারি সিলগালা, কাচ্চি ভাইকে জরিমানা

অনলাইন ডেস্ক

৪ জুন, ২০২৪ | ৮:১৪ অপরাহ্ণ

অনুমোদনহীনভাবে ব্যবসা পরিচালনাসহ নানা অভিযোগে চান্দগাঁওয়ে ইউম্যাক্স ও সায়েম বেকারি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত । এছাড়া খাবারে অনুমোদনহীন ক্যামিকেল ব্যবহার ও  অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় শরবত প্রক্রিয়াকরণের দায়ে ওয়াসা মোড়ের কাচ্চি ভাইকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন)  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহানের নেতৃত্বে  পরিচালিত অভিযানে এই জরিমানা ও সিলগালা করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী, সহযোগিতা প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম।

 

মোহাম্মদ বশির আহম্মেদ জানান, একই অভিযানে চকবাজারের কাচ্চি ডাইন ও চিটাগং বেকারী, চান্দগাঁও এলাকার শাহ আমানত ফুড প্রোডাক্টসকে সতর্ক করা হয় ।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট