হালিশহরে নালা থেকে আল আমিন (২২) নামে ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মে) বিকেলে হালিশহর থানার টোল রোড এলাকায় কর্ণফুলী গ্যারেজ সংলগ্ন একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ।
নিহত আল আমিনের বাড়ি নোয়াখালী জেলায়।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ