চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় ২০০টি ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- রাশেদুল ইসলাম (২১) ও শুভ মৃধা (১৯)।
রবিবার (৫ মে) সিইপিজেড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সিইপিজেডস্থ বে-শপিং সেন্টার মার্কেটের খোলা মাঠে থেকে ২০০টি ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ইপিজেড থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়।
পূর্বকোণ/পিআর/এএইচ